কানে ইয়ারফোন, টয়ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু কার্শিয়াঙে, তুমুল বিক্ষোভে বাতিল ৪ জয়রাইড
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
ধনরাজ ঘিসিং, দার্জিলিং: সোমবার কার্শিয়াং বাজারে টয়ট্রেনের ধাক্কায় জখম দুই কিশোরীর একজনের মৃত্যু হল মঙ্গলবার। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনাকে ঘিরে কার্শিয়াং রেল স্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখায়। জিটিএ প্রধান অনীত থাপা টয়ট্রেন চালক এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিরুদ্ধে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করেন। উত্তেজনার জেরে এদিন বাতিল হয়ে যায় পর্যটকদের চারটি জয় রাইড।
মৃতের নাম রোশনি রাই। বয়স ১৫ বছর। সোমবার দুপুরে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপারের সময় টয়ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে জখম হয় মকাইবাড়ি চা বাগানের কালাপানির বাসিন্দা দুই কিশোরী রোশনি রাই ও প্রতীক্ষা রাই। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, ঘটনার পর চালকের সঙ্গে কথা হয়েছে। তিনি বারবার হুইসেল দিয়েছেন কিন্তু মেয়ে দু’টির কানে হেডফোন থাকায় টের পায়নি। এদিন স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের পর তিনি বলেন, “মৃতের পরিবারকে সাহায্য করা হবে। দুর্ঘটনার পর চালকের সঙ্গে কথা বলা হয়েছে। ফের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।”