• পুকুর নিয়ে বিবাদ! রায়গঞ্জে কাকাকে রেললাইনে ফেলে ‘খুন’ ভাইপোর
    প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: পুকুর নিয়ে বিবাদ! আর তার জেরে কাকাকে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষনগরে শোরগোল ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি থেকে কাকাকে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। বেপাত্তা মাদকাসক্ত প্রাথমিক শিক্ষক ভাইপো।

    মৃতের নাম মদন সাহা। বয়স ৫৪ বছর। ইটের কারখানায় কর্মরত। তাঁর মেয়ে সংঘমিত্রা সাহা জানিয়েছেন, রবিবার রাত ন’টা নাগাদ মদনকে ডেকে নিয়ে যায় তাঁর ভাইপো ভাইপো প্রসেনজিৎ সাহা। এরপর রাতভর আর খোঁজ মেলেনি। সোমবার সকালে বাড়ি থেকে অদূরের রেললাইনের উপরে মদনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

    মৃতের মেয়ের দাবি, “বাবা পুকুরের মালিক ছিল। দাদুর সূত্রে সেটি পেয়েছিল। কিছুদিন ধরে সেই পুকুরে মাছ চাষ করতে চাইছিল আমার কাকার ছেলে। শনিবার রাতে বাড়িতে এসে হুমকিও দিয়ে গিয়েছিল। রবিবার রাতে এসে বাবাকে ডেকে নিয়ে যায়। তারপর ধাক্কা মেরে ট্রেন লাইনে ফেলে দিয়েছিল।” এদিকে অভিযুক্ত প্রসেনজিৎ প্রাথমিক স্কুলের শিক্ষক। কিন্তু অধিকাংশ সময়ই মাদকাসক্ত থাকত সে।  খুনের পর থেকেই পলাতক ভাইপো। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

    এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। তিনি বলেন, “আমি মদন সাহাকে চিনতাম। উনি আমার পাড়ার একটি ইট কারখানায় কাজ করতেন। ইটভাটার মালিক ওঁকে এতোটাই বিশ্বাস করত যে ওকেই কারখানার চাবি দিয়ে দিয়েছিল। তাকে খুন করা হল নাকি আত্মহত্যা করল, সেটা পুলিশ তদন্ত করে বের করবে।”
  • Link to this news (প্রতিদিন)