ওষুধের দাম বাড়ল কেন! কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার ডাক SUCI’র
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
রমেন দাস: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি। নিরন্তর বেকারত্ব-প্রশ্নের মধ্যেই ফের মহার্ঘ্য ওষুধ! এক ধাক্কায় ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে! এবার এই ইস্যুতেই বাংলাজুড়ে পথে নামছে এসইউসিআই (SUCI)। আগামী ৩ এপ্রিল জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী এই রাজনৈতিক দল। এর পাশাপাশি ওই দিনই কলকাতার কলেজ স্কোয়্যার থেকে মহামিছিলের ডাক দিয়েছে এসইউসিআই।
যদিও ওষুধের মূল্যবৃদ্ধির সঙ্গেই আর জি কর ইস্যুতেও সরব হয়েছেন তাঁরা। ‘অভয়া’র (RG Kar Case) ন্যায়বিচারের দাবি থেকে শুরু করে বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা, চাকরি; একাধিক ইস্যুতে পথে নামছে এসইউসিআই। ছাত্র আন্দোলনের নেত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগেও ওইদিন সরব হবেন এসইউসিআই নেতা, কর্মীরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো ও রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য অমিতাভ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য তরুণকান্তি নস্কর ও সুব্রত গৌড়ী।
প্রসঙ্গত, বর্তমানে কোন ওষুধ জাল, এই প্রশ্নেই কালঘাম ছুটছে জনতার! একের পর এক জিনিসের মূল্যবৃদ্ধির মধ্যে বাড়ছে ক্ষোভ। এই আবহেই অত্যাবশ্যকীয় প্রায় ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওই ওষুধের এমআরপি-র উপর ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ বা এনপিপিআর। সেই তালিকায় প্যারসিটামল থেকে শুরু করে সর্দি-কাশি, ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণ, ভিটামিনের মতো সাধারণ ওষুধ রয়েছে। আবার ওই তালিকায় স্থান পেয়েছে অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন অসুখ সারানোর ট্যাবলেট, ইঞ্জেকশন।
ইতিমধ্যেই ওষুধের দাম বাড়ানো নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এর প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন সিপিএম নেতারাও।