• নিয়োগ দুর্নীতি মামলায় কেন এসপি সিনহাকে জামিন নয়? সিবিআইয়ের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে সিবিআই। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার (এসপি সিনহা) জামিনের আবেদনের মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই শুনানি পর্বে নোটিস জারি করে সিবিআই-এর জবাব তলব করল শীর্ষ আদালত। বিচারপতি এসভিএন ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানতে চেয়েছে, কেন শান্তিপ্রসাদের জামিনের বিরোধিতা করছে সিবিআই? হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে সিবিআইকে। ২০ মে এই মামলার পরবর্তী শুনানি।

    নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জামিন পেয়েছেন একাধিক অভিযুক্ত। কৌশিক ঘোষ, আলি শাহিদ ইমাম, চন্দন মণ্ডল, সুব্রত সামন্তের জামিনের আর্জি মঞ্জুর করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

    কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনে সম্মতি দিলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের পক্ষে রায় দেননি। দুই বিচারপতির দ্বিমত তৈরি হওয়ায় প্রধান বিচারপতির নির্দেশে মামলা গিয়েছিল তৃতীয় বেঞ্চে।

    বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চও পার্থদের জামিনের আবেদন খারিজ করে দেন। এর পরই তৃতীয় বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালতে জামিনের আর্জি জানান এসপি সিনহাও। মঙ্গলবার তাঁর আবেদনের শুনানির সময় আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। জানান, এ মামলায় চার্জশিটও দাখিল হয়েছে। তা হলে জামিনে বাধা কোথায়? সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চায়, কেন এই জামিনের বিরোধিতা করছে তারা, তা আদালতকে জানাতে হবে।

  • Link to this news (এই সময়)