চন্দননগরের ছেলের আইপিএলে আম্পায়ারিংয়ের খবরের পর ফের সুখবর ফরাসডাঙায়। এ বার চন্দননগরের জগৎবিখ্যাত আলোয় সেজে উঠল লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়াম। গত বুধবারই চন্দননগরের আলোকশিল্পী কৌশিক যাদবের কাছে আইপিএলে স্টেডিয়াম আলোকময় করে তোলার বরাত আসে। ইতিমধ্যেই সেই সব আলো পৌঁছে গিয়েছে লখনৌ। গত রবিবার চন্দননগরের ১২ জন শিল্পী যান লখনৌয়ে। ১০ ফুট বাই ১৬ ফুটের পিক্সেল আলো লাগানো হচ্ছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। মূলত, আলোর মাধ্যমে সাতটি রঙ ফুটিয়ে তোলা হবে। স্টেডিয়ামের একদম মাথায় থাকবে সেই আলো। তাতে ফুটে উঠবে ‘HOME OF LUCKNOW SUPER GIANTS’ লেখা।
এই বরাত আসার পর খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে কৌশিক ও তাঁর টিমকে। দিনরাত এক করে ৪৫ জন আলোকশিল্পী এই কাজ সম্পূর্ণ করে গন্তব্যে পৌঁছেও দিয়েছেন। একজন সুপারভাইজার সহ-১২ জন গিয়েছেন লখনৌ। তাঁরা স্টেডিয়ামে আলো সেট করবেন।
কৌশিক যাদব জানান, ইমেলে পাঁচ দিন আগে বরাত পান। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মারফত তা তাঁর কাছে আসে। সাড়ে ১২ লক্ষ টাকা বাজেট এই কাজের। এর আগে রাজস্থান, দিল্লি, মুম্বই, গুজরাট-সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন কৌশিক। এমনকী অযোধ্যায়ও গিয়েছে এখানকার আলো। আইএসএল-সহ বিভিন্ন খেলার মাঠও আলোকিত হয়েছে চন্দননগরের আলোয়।
চন্দননগরের আলোর কথা কে না জানে। দেশের সীমা পার করে সেই কবেই বিদেশেও মন জিতে এসেছে। দেশের তাবড় ভিভিআইপির প্রশংসা পেয়েছে বহু প্রাচীন এই আলোর সাজ। তবে এ বারের আইপিএল চন্দননগরবাসীর জন্য একটু বেশিই স্পেশাল। একদিকে তাদের ঘরের ছেলে অভিজিৎ ভট্টাচার্য আইপিএলে আম্পায়ারিং করছেন। সঙ্গে আবার এখানকার আলোয় আলোকিত হতে চলেছে খেলার মাঠ।