এপ্রিল থেকে হকারদের ভেন্ডিং সার্টিফিকেট, রাস্তার উপর আর বসা যাবে না, হবে অভিযান!
হিন্দুস্তান টাইমস | ০২ এপ্রিল ২০২৫
কলকাতায় হকার সমস্যা দীর্ঘদিনের। রাস্তা দখল করে, ফুটপাত দখল করে হকারদের বসার সমস্যা আজকের নয়। তবে এবার এপ্রিল মাসের প্রথম থেকেই ফের হকার অভিযান শুরু হবে কলকাতায়। তবে এবার রাস্তায় বসে যাতে হকারি না করা হয় সেব্যাপারে কড়া পদক্ষেপের দিকে এগোচ্ছে পুরসভা। কারণ ইতিমধ্য়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতার রাস্তায় বসে বসে আর হকারি করা যাবে না। মূল রাস্তা থেকে উঠে যেতে হবে হকারদের। ইতিমধ্য়েই একাধিক জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখানে রাস্তায় বসে হকারি করা হচ্ছে। এর জেরে মূল রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। পথচারী থেকে গাড়ি চালক সমস্য়ায় পড়ছেন অনেকেই। কিন্তু সমস্যা মিটছে না।
তবে কেবলমাত্র এপ্রিল মাসে হকারদের বিরুদ্ধে অভিযান হবে এমনটাই নয়, হকারদের জন্য় ভেন্ডিং সার্টিফিকেটও দেওয়া হবে এই মাস থেকেই। আগের অভিযানে যে সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতেই এই সার্টিফিকেট ইস্য়ু করা হবে।
এই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ওয়ান উইন্ডো সিস্টেম বা এক জানালা সিস্টেম করা হবে। অর্থাৎ এজন্য় হকারদের আর অনেকগুলি জায়গায় ঘুরতে হবে না। সব মিলিয়ে প্রথম পর্যায়ে ১৪ হাজারের বেশি নাম নথিভুক্ত করা হয়েছিল। এবার প্রথম পর্যায়ে ৮ হাজার ৭২৭জনকে এই সার্টিফিকেট দেওয়ার কথা রয়েছে।
তবে এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে প্রথম ও প্রধান শর্ত হল সংশ্লিষ্ট হকারদের পুরসভার ঠিক করে দেওয়া নিয়ম অক্ষরে অক্ষরে মানতে হবে। প্রাথমিকভাবে কলকাতা পুরসভা চাইছে রাস্তাগুলিকে হকার মুক্ত করা। মূলত রাস্তার উপর হকার থাকলে আখেরে সমস্যায় পড়েন বহু মানুষ।এদিকে রাস্তার উপর হকার থাকার জেরে সমস্যা ক্রমশ বাড়তে থাকে। সেকারণে এবার মূল রাস্তা থেকে হকারদের তুলে তাদের ফুটপাতে সরিয়ে দেওয়া হবে। এর জেরে রাস্তাগুলি মূলত হকার মুক্ত হবে।
তবে হকাররা কতটা নিয়ম মানবেন সেই প্রশ্নটা অবশ্য় থেকেই গিয়েছে। কারণ হকারদের নিয়ম মেনে চলার ব্যাপারে অতীতে বার বার বলা হয়েছে। কিন্তু পরিস্থিতির বিশেষ বদল হয়না। আপাতত এপ্রিল থেকে পুরসভা মূলত ধর্মতলার একাংশ, নিউ মার্কেট, চাঁদনি মার্কেট, বিধান মার্কেট সহ কলকাতার বিভিন্ন পয়েন্টে অভিযান চালাবে। মূলত যে সমস্ত জায়গাগুলিতে হকাররা একেবারে রাস্তার উপর উঠে এসেছেন সেখানে তাদেরকে ফুটপাতে সরিয়ে দেওয়া হবে। রাস্তায় একেবারেই বসা যাবে না।