ইসলামপুর-সোনামতি রাজ্য সড়কে ধুলোয় নাকাল ব্যবসায়ীরা, অবরোধ
বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, ইসলামপুর: রাস্তার ধুলোয় নাকাল ব্যবসায়ীরা। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ইসলামপুরের টালিগড় এলাকায় সোনামতি রোড বন্ধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। প্রায় ৩০ মিনিট বিক্ষোভ চলার পর পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, ইসলামপুর- সোনামতি রাজ্য সড়কের একাধিক জায়গা বেহাল হয়ে আছে। মেরামতির জন্য বরাত পাওয়া ঠিকাদার সংস্থা রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে। আর ওই রাস্তা থেকেই উড়ছে ধুলো। রাস্তার পাশের দোকানদার,ফল, সব্জি বিক্রেতা, স্থানীয় বাসিন্দা সহ পথচলতি মানুষজন ধুলায় নাকাল হচ্ছেন প্রতিনিয়ত। এর আগে রাস্তায় জল দেওয়ার দাবিতে সরব হয়েছিল বাসিন্দারা। দু’একদিন রাস্তায় জলও দেওয়া হয়েছে। কিন্তু তার পর থেকে বন্ধ রয়ে গিয়েছে। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। গুরুত্বপূর্ণ ওই সড়ক বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন। বিক্ষোভকারী শফিক আহমেদ বলেন, আমাদের দাবি, রাস্তার কাজ দ্রুত শেষ করা হোক। ধুলো যাতে না হয়, সেজন্য নিয়মিত জল দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েত প্রধান কাইসার বেগমের ছেলে মহম্মদ ফজলে বলেন, ঠিকাদারি সংস্থার এক কর্মীকে বার বার বলেছি রাস্তায় জল দিতে। কিন্তু তারা কথা শুনছে না। ধুলোতে বাসিন্দাদের টেকা মুশকিল হয়ে উঠেছে। বাসিন্দারা অনেক দিন ধরেই ক্ষুব্ধ। এবিষয়ে আবার ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলব। ঠিকাদার সংস্থার কর্মী খুরশেদ আলির কথায়, যে গাড়িটি রাস্তায় জল দেয়, সেটি বিকল হয়েছিল বলে নির্দিষ্ট সময়ে জল দেওয়া হয়নি। গাড়ি মেরামতি হয়ে যাওয়ার পর বিকেলে জল দেওয়া হয়েছে। যাতে ধুলো না হয়, সেজন্য এবার থেকে নিয়মিত জল দেওয়া হবে। অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস।-নিজস্ব চিত্র