লো-ভোল্টেজের সমস্যা মেটাতে তৈরি হবে আরও সাতটি সাবস্টেশন
বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, পতিরাম: গরম পড়লেই চাপ বাড়ে বিদ্যুতের ভোল্টের উপরে। জেলাজুড়ে নানা জায়গায় লো-ভোল্টেজের সমস্যা বাড়ছে। এবার এই সমস্যা দূর করতে জেলাজুড়ে আরও সাতটি সাবস্টেশন তৈরি করবে বিদ্যুৎ বণ্টন কোম্পানি। ৩৩ কেভি ভোল্টের ওই সাবস্টেশনগুলি জেলার বিভিন্ন ব্লকে হবে। এজন্য জায়গা দেখা হয়েছে। তবে বেশ কয়েকটি জায়গা এখনও চূড়ান্ত হয়নি। বণ্টন কোম্পানি জানিয়েছে, এসব স্টেশনগুলি তৈরি হয়ে গেলে জেলার আর কোথাও লো-ভোল্টেজের সমস্যা থাকবে না।
বিদ্যুৎ বণ্টন কোম্পানির দক্ষিণ দিনাজপুর জেলার রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর দাস বলেন, জেলায় বিদ্যুতের উন্নতির জন্য নানা ধরনের কাজ চলছে। অনেক জায়গায় লো-ভোল্টেজের সমস্যা রয়েছে। তাই জেলায় আরও সাতটি ৩৩ কেভি সাব স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অনেকগুলির জায়গা পেয়েছি। কয়েকটি জমিতে কাজ শুরুর প্রক্রিয়া শুরু করেছি।
আরও কয়েকটি জমি দেখার কাজ চূড়ান্ত হচ্ছে। এই সাতটি সাব স্টেশন তৈরি হলে কোথাও আর লো-ভোল্টেজের সমস্যা থাকবে না।
বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে খবর, জেলায় সাতটি নতুন সাবস্টেশন হবে। সেই সাবস্টেশনগুলির মধ্যে বালুরঘাট ব্লকের খাঁপুর, তপন ব্লকের দু’টি জায়গায় হবে। একটি তপনের শিলিগুড়ি মোড় এলাকায় এবং আরও একটি ভিকাহারে হবে। এদিকে কুমারগঞ্জ ব্লকের সীতাহারে একটি, গঙ্গারামপুর শহরে একটি হবে। কুশমণ্ডি ব্লকের মাভৈর এবং বংশীহারি ব্লকের দৌলতপুরে এবং হরিরামপুরে একটি করে সাবস্টেশন তৈরি হবে। এদিকে তপন ব্লকের ভিকাহার গ্রামে ৩৩ কেবি ভোল্টের সাবস্টেশন তৈরির জন্য জায়গা দেখা হয়েছে। ওই জায়গায় কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে কাজ করতে গেলে ওই জায়গায় বাধার মুখে পড়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত গ্রামেই বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। গ্রামীণ এলাকার বিদ্যুতের পরিষেবা আরও উন্নতির জন্য খোলা তারগুলি পরিবর্তন করে কভার তার দেওয়া হচ্ছে। ফলের ঝড়-বৃষ্টি থেকে ঘনঘন লোড শেডিংয়ের সমস্যা যেমন মিটবে, তেমনি বিদ্যুৎ চুরি রুখতেও সাহায্য করবে। তবে জেলা জুড়ে এখনও অনেক জায়গায় লো-ভোল্টেজের সমস্যা রয়েছে। বিশেষ করে গরমকালে ফ্যান এবং এসির দাপটে বিদ্যুতের ঘাটতি দেখা যায়। ফলে আরও সাতটি সাবস্টেশন তৈরি করা হবে।