• ছাব্বিশের নির্বাচনের আগে হাওয়া গরম করতে বৈঠকের নাটক: বিষ্ণুপ্রসাদ শর্মা
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: ছাব্বিশের নির্বাচনের আগে হাওয়া গরম করতেই পাহাড় ইস্যুতে ফের নাটক বিজেপির। ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও আসলে তা ত্রিপাক্ষিক নয়। পাহাড় ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ না পেয়ে এভাবে সরব হলেন কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আজ, বুধবার দিল্লিতে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক পিছিয়ে কাল, বৃহস্পতিবার সকাল ১০টায় করা হয়েছে। তাতে যোগ দিতে দিল্লিতে হাজির হয়েছেন বিজেপির এমপি, শরিক দলের বিধায়ক সহ দলের নেতারা। এই অবস্থায় সমগ্র পরিস্থিতি নিয়ে পাহাড়ের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। 

    পাহাড়ের পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন (পিপিএস) বা স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার দাবি বহুদিনের। এ ব্যাপারে বেশ কিছুদিন ধরেই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করছিল তাদের শরিক দল জিএনএলএফ। এরপর সংশ্লিষ্ট ইস্যুতে কেন্দ্রীয় সরকার বৈঠক ডেকেছে। তাতে বিজেপির দার্জিলিংয়ের এমপি রাজু বিস্তা, বিজেপি সমর্থিত দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা সহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বৈঠকে আমন্ত্রণ পাননি। 

    এনিয়ে কার্শিয়াংয়ের বিধায়ক বলেন, ২০২১ সালে ১২ অক্টোবর পাহাড় ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ডাকা মিটিংয়ে গিয়েছিলাম। কিন্তু এবার বৈঠকে ডাক পেলাম না। গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবিতে আমিই সবচেয়ে বেশি গলা ফাটাচ্ছি। পাঁচবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছি। কিন্তু স্থানীয় কিছু নেতার কথা মতো তাঁদের অনুগত লোকদের মিটিংয়ে ডেকেছে কেন্দ্রীয় সরকার। এটা ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে না। এতে গোর্খাদের কোনও সমস্যার সমাধান হবে না। ছাব্বিশের নির্বাচনের আগে হাওয়া গরম করার উদ্দেশ্যে নিজেদের লোকদের নিয়ে এমন নাটক করছেন বিজেপির কিছু নেতা। এককথায় এটা ধোকাবাজি রাজনীতি। 

    দলীয় বিধায়ক এভাবে সরব হলেও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি পাহাড়ের বিজেপি নেতারা। মঙ্গলবার বিজেপির পার্বত্য সংগঠনের জেলা সভাপতি কল্যাণ দেওয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর সাড়া মেলেনি। এসএমএস পাঠিয়েও তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। এ বিষয়ে দার্জিলিংয়ের এমপি বিস্তার কাছে এসএমএস পাঠিয়েও তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। 

    কাল নয়াদিল্লির নর্থ ব্লকের ১১৯ নম্বর কক্ষে ওই বৈঠক হবে। বিজেপি সূত্রে খবর, বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী (উত্তর)। দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের সমস্যাগুলি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট বৈঠককে গুরুত্ব দিতে নারাজ জিটিএ ও অনীত থাপার দল বিজিপিএম।  
  • Link to this news (বর্তমান)