• লেদাশোলে টিউবওয়েলে মিলছে না পানীয় জল, কুয়োই ভরসা
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, পুরুলিয়া: চৈত্রের মাঝামাঝিতেই পানীয় জলের তীব্র সমস্যায় পড়েছেন বান্দোয়ানের লেদাশাল বাসিন্দারা। গ্রামে থাকা তিনটি টিউবওয়েল থেকে জল পাওয়া যায় না। পানীয় জলের জন্য গ্রামের জঙ্গল সংলগ্ন জমিতে থাকা একমাত্র কুয়োই ভরসা। সেখানেও জলের স্তর ক্রমশ নামতে শুরু করেছে। 

    বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদাশাল গ্রাম। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। গ্রামের বাসিন্দা কনকলতা হেমব্রম বলেন, গ্রামের তিনটি পাড়াতে তিনটি টিউবওয়েল রয়েছে। কিন্তু কোনওটিতেই এক ফোঁটা জল পাওয়া যায় না। মহিলারা জানান, গ্রামের টিউবওয়েলগুলিতে জল না থাকায় চরম সমস্যা হয়। শুধু যে গরমকালে সমস্যা, এমনটা নয়। সারা বছরই জলের সমস্যা লেগে আছে। প্রশাসনের বিভিন্ন স্তরেও জানানো হয়েছে। প্রশাসন টিউবওয়েল বসিয়েছে। কিন্তু জল পাওয়া যায় কি না, সেবিষয়ে আর কেউ খোঁজ রাখেননি। গ্রামেরই আর এক বাসিন্দা হিমানী সিং বলেন, গ্রাম থেকে বেশ খানিকটা দূরে জমির আলপথে জঙ্গলের পাশে একটা কুয়ো আছে। ওই কুয়োতেও জল কমে আসছে। জল ঘোলা হয়ে গিয়েছে। অন্য গ্রামের টিউবওয়েল থেকে জল এনে কোনওরকমে কাজ মেটানো হয়। 

    ওই গ্রামেরই বাসিন্দা বাপ্পাদিত্য টুডু বলেন, গ্রামের পানীয় জলের একটা বড় রকমের সমস্যা আছে। একাধিক টিউবওয়েল খোঁড়ার সময় থেকেই সম্পূর্ণ ড্রাই ছিল। তারপরও ওই টিউবওয়েলগুলি সচল দেখিয়ে যন্ত্রাংশ লাগিয়ে ঠিকাদার টাকা তুলে নিয়েছে। সচল না দেখালে হয়তো টাকা পেতেন না। তাই জল পাওয়া না গেলেও টাকা সব উঠে গিয়েছে। বান্দোয়ান পঞ্চায়েত সমিতি সভাপতি রিঙ্কু মাহাত বলেন, এই ব্লকের ভৌগোলিক অবস্থান অনুযায়ী অনেক জায়গাতেই পানীয় জলের সমস্যা রয়েছে। বেশকিছু জায়গায় টিউবওয়েল করা হলেও গরমের সময় সেখান থেকে আর জল পাওয়া যায় না। লেদাশাল গ্রামেও সমস্যা রয়েছে। তবে ব্লক প্রশাসন এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নজরে রেখে গ্রামে গ্রামে পানীয় জল পাঠানোর ব্যবস্থা করা হয়। ভুয়ো বিলের বিষয়টি মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দেন তিনি।
  • Link to this news (বর্তমান)