• কলেজ স্ট্রিট কফি হাউসের নীচের তলায় নির্মাণ ঘিরে বিতর্ক
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কফি হাউসের নীচের তলায় নির্মাণ ঘিরে বিতর্ক। কফি হাউস কর্তৃপক্ষ ও সেখানে আসা মানুষের বিরোধের জেরে সেই কাজ মঙ্গলবার আটকে গিয়েছে। হেরিটেজ বিল্ডিংয়ে এভাবে কোনও নির্মাণ করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হস্তক্ষেপ করেছে পুলিস ও কলকাতা পুরসভা। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কফি হাউস কর্তৃপক্ষ। 

    জানা গিয়েছে, কফি হাইসের নীচের তলার অংশ কোনও ব্যবসায়ী কিনে সেখানে সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন। সেখানে দোকান তৈরি হওয়ার কথা। যার জেরে ওই বিল্ডিংয়ের নীচের অংশে যে সমস্ত পিলারগুলি ছিল, সেগুলি ভাঙা পড়ার কথা। মঙ্গলবার সকালে সেই কাজ চলাকালীন তা চোখে পড়ে কফি হাউসে আসা শুভানুধ্যায়ী, কফি হাউসপ্রেমীদের। তাঁরা প্রতিবাদ জানান। তাঁদের মধ্যে জনৈক ব্যক্তি ১০০ ডায়ালে ফোন করে গোটা বিষয়টি পুলিসকে জানান। ওই ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় কফি হাউসে আগত লোকজনের। হস্তক্ষেপ করে কফি হাউসে কর্তৃপক্ষ। গোটা বিষয়টি স্থানীয় থানাকে জানানোর পাশাপাশি কলকাতা পুরসভারও নজরে নিয়ে আসা হয়েছে, যেহেতু এটি হেরিটেজ বিল্ডিং। আপাতত ওই কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। 

    জানা গিয়েছে, কফি হাউসের দোতলার অংশ হচ্ছে তাদের নিজস্ব জায়গা। বাকি একতলা ও উপরতলার জায়গা বেসরকারি সংস্থার হাতে রয়েছে বা তাদের ভাড়া দেওয়া। ফলে, তারা সেখানে কোনও নির্মাণ করতে গেলে, হেরিটেজ বিল্ডিংয়ে কতটা কাজ করতে পারবে কিংবা আদৌ করতে পারবে কি না, এ সব নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। মূলত কফি হাউসে আসা লোকজনেরাই প্রতিবাদ করছেন। তাঁদের দাবি, এভাবে নির্মাণ করা যাবে না। এতে কফি হাউজের ঐতিহ্য নষ্ট হবে। 

    খবর পেয়ে পুরসভার তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কফি হাউসের সেক্রেটারি সরফরাজ আহমেদ বলেন, আমাদের আগে থেকে বিষয়টি জানা ছিল না। সেখানে কোনও নির্মাণ বা সম্প্রসারণের কাজ হবে, তা সম্পর্কে আমরা অবগত ছিলাম না।কাজ শুরু হলে সেটি নজরে আসে। এখানে আসা মানুষজনও প্রতিবাদ করেছেন। আমরা পুরসভা ও পুলিসকে জানিয়েছি। আমরাও কফি হাউস কর্তৃপক্ষ বসে আলোচনা করব, এই পরিস্থিতিতে কী করণীয়। 
  • Link to this news (বর্তমান)