• অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা যাবে না, নির্দেশ কলকাতার সিপির
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে যোগ দেওয়া যাবে না। শোভাযাত্রায় অংশগ্রহণকারী কারও হাতে অস্ত্র দেখা গেলে, উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিস কমিশনার (সিপি) মনোজ ভার্মা। 

    কলকাতা পুলিসের এক বৈঠকে সব থানার ওসিকে সিপি বলেছেন, এমনিতে কলকাতা শহরে ডিজে নিষিদ্ধ। রামনবমীর শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। তেমনই বের করা যাবে না বাইক মিছিল। কেউ জোর করে বাইক মিছিল করার 

    চেষ্টা করলে, তা বাজেয়াপ্ত করার পাশাপাশি দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি, সিপির নির্দেশে রামনবমীর মিছিলের উদ্যোক্তাদের সংশ্লিষ্ট থানায় ডেকে কলকাতা হাইকোর্টের গাইড লাইন ধরিয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্টের গাইড লাইন মেনেই কলকাতায় রামনবমীর মিছিল করতে হবে উদ্যোক্তাদের। তার জন্যই এই 

    উদ্যোগ পুলিসের।   

    অতীতে এরাজ্যের একাধিক জায়গায় রামনবমীর শোভাযাত্রায় বড়দের বদলে শিশুদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়ার নজির রয়েছে। এবার এমন ঘটনা ঘটলে তা ‘শিশু নির্যাতন’ হিসেবে ধরা হবে বলে সূত্রের খবর। রামনবমী উপলক্ষে রাজ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজ্যের  

    এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম মঙ্গলবার এক নির্দেশিকায় জানিয়েছেন, হাওড়া গ্রামীণ এবং হাওড়া কমিশনারেট এলাকায় ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিস কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। 

    এদিকে,  মঙ্গলবার কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা সকালে এবং বিকালে কলকাতার বিভিন্ন স্পর্শকাতর এলাকা রামনবমীর সম্ভাব্য শোভাযাত্রার যাত্রাপথ ঘুরে দেখেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিস কমিশনার বলেন, ‘অতীতে কলকাতায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোথায় কী কারণে গণ্ডগোল হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। রামনবমী উপলক্ষে রাস্তায় পর্যাপ্ত পুলিস থাকবে। অস্ত্র হাতে মিছিল বরদাস্ত করা হবে না।  শহরে শান্তি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’  
  • Link to this news (বর্তমান)