ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করল পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বণিক বাড়িতে ঘটে বিস্ফোরণ। সেই ঘটনায় মৃত্যু হয় বণিক পরিবারের চার শিশু-সহ আট সদস্যের। ঘরে প্রচুর পরিমাণ বাজি ও বাজির মশলা মজুত রাখায় এই দুর্ঘটনা।
বিস্তারিত আসছে...