ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শহরে। মঙ্গলবার রাতে মুকুন্দপুরের বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হলো দম্পতির ঝুলন্ত দেহ। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃত দম্পতির মেয়ের অভিযোগ, বাবা মায়ের উপর অত্যাচার চালাতেন তাঁর দাদা-বউদি। দম্পতিকে খুনের অভিযোগ এনেছেন তিনি। যদিও পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। সুইসাইড নোটও মেলেনি। জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমার জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবটা বোঝা যাবে। সবদিক খোলা রেখেই তদন্ত চলছে।’
পুলিশ সূত্রে খবর, মুকুন্দপুরের ফ্ল্যাটের ডাইনিং হল থেকে উদ্ধার হয়েছে ৬৬ বছরের দুলাল পালের দেহ। তাঁর স্ত্রী ৫৩ বছরের রেখা পালের দেহ মেলে ফ্ল্যাটের ভিতরের বেডরুম থেকে।
বিস্তারিত আসছে...