লোকসভায় বুধবার পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। তার আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠক করছেন সাংসদদের সঙ্গে।
ঢোলাহাট বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বুধবারই তাঁকে কাকদ্বীপ আদালতে পেশ করা হবে।
পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুরে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। ডাউনিং হলের পাখা থেকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তাঁদের ঝুলন্ত দেহ। ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি। দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর দাদা-বৌদি মারঝর করতেন বৃদ্ধ মা-বাবাকে। তাঁরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে। তদন্তে নেমেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
তৃতীয়বার কমেডিয়ান কুণাল কামরাকে হাজিরার নোটিস পাঠাল মুম্বই পুলিশ। তাঁকে আগামী ৫ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দু’বার সমন পাঠানো হয়েছিল তাঁকে। দু’বারই হাজিরা এড়িয়ে যান কমেডিয়ান। তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন। তাঁর সেই আবেদন মঞ্জুর হয়েছে।
এ বার ভূমিকম্পে কাঁপল তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারিকে। করাচির একটি হাসপাতালে ভর্তি তিনি।
বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত্যু পাঁচ জনের। জখম ২৪। বুধবার ভোর পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের বুলঢানা জেলায় দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি খামগাওঁ-শিগাওঁ হাইওয়েতে একটি বোলেরো গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। ওই দুর্ঘটনার পরেই অন্য একটি বেসরকারি বাস ধাক্কা মারে সরকারি বাস ও বোলেরো গাড়িকে। কেবিনে আটকে থাকা বেসরকারি বাসের চালককে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। আহত বাসযাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
IPL-এ আজ মুখোমুখি বিরাট কোহলি এবং শুবমন গিল। দুই দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের এটি তৃতীয় ম্যাচ। বেঙ্গালুরু দু’টি ম্যাচেই জিতেছে। গুজরাট একটি হেরেছে, একটি জিতেছে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০ থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
মাদুরাইয়ে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেসের সূচনা হচ্ছে মঙ্গলবার থেকে। ২৪তম পার্টি কংগ্রেস চলবে আগামী রবিবার পর্যন্ত। ভোট রাজনীতিতে দলের ধারাবাহিক খারাপ ফলাফল, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-সহ নানা বিষয় নিয়ে পর্যালোচনা হওয়ার সম্ভাবনা। বাংলার প্রতিনিধিরাও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মাদুরাইতে।
সংসদের চলছে বাজেট অধিবেশন। তার মাঝেই মঙ্গলবার লোকসভায় ওয়াকফ বিল পেশের সম্ভাবনা। দলের সমস্ত সাংসদকে বাধ্যতামূলক ভাবে হাজির থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে BJP। সরব হতে পারে INDIA ব্লক।