• শীঘ্রই চৈত্রের জ্বালাপোড়া গরম থেকে মিলবে রেহাই, ঝেঁপে নামবে বৃষ্টি
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • সবে এপ্রিল শুরু হয়েছে। তার আগে চৈত্রের মাঝামাঝি থেকেই নাজেহাল মানুষ। সকাল হতে না হতেই চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পেতে এখন বৃষ্টির আশায় বসে আছে মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।

    আজ থেকে ধীরে ধীরে বদলাবে রাজ্যের আবহাওয়া। কোনও কোনও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কমে এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ভারতের বাংলা, বিহার, ওডিশা উষ্ণতর থাকবে।

    রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

    নয়াদিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তরের ৩ জেলায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত বা কালবৈশাখীর সম্ভবনা রয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বীরভূম বাদে পশ্চিমাঞ্চলের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় দমকা হাওয়ার পূর্বাভাস। শনি এবং রবিবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরের ৩ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরের বাকি জেলায় বুধবার পারদ বাড়ার সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাবে।

    তবে এ বার সপ্তাহের মাঝে সকলকে খুশির খবর দিয়েছে নয়াদিল্লির মৌসম ভবন। গতকাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি বেড়ে হয়েছিল ২৬.৬ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩-৮৯ শতাংশ।

    অন্য দিকে, কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার আকাশ পরিস্কার থাকবে। শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত এবং আঞ্চলিক ভাবে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। দিনের তাপমাত্রা আপাতত ৩৪ থেকে ৩৫-এর ঘরে থাকবে।

  • Link to this news (এই সময়)