• বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে-কোন কোন জেলায়?
    আজ তক | ০২ এপ্রিল ২০২৫
  • ভ্যাপসা গরমে খানিকটা স্বস্তি মিলতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যার জেরে অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে পারেন বঙ্গবাসী। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা এখনই নেই। 

    কোন কোন জেলায় বৃষ্টি?

    হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। রবি ও সোমবারও ওই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    কেমন থাকবে তাপমাত্রা?

    আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। 

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ।
  • Link to this news (আজ তক)