মুকুন্দপুরের ফ্ল্যাট থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য
বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
কলকাতা, ২ এপ্রিল: কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা । মঙ্গলবার রাতে পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরের একটি ফ্ল্যাট থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। দ্রুত তাঁদের এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম দুলাল পাল (৬৬) এবং রেখা পাল (৫৮)।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ পাল দম্পতির মোবাইল ফোনে বার বার ফোন করেও সাড়া পাওয়া যাচ্ছে না জানিয়ে মঙ্গলবার রাত ৮টা নাগাদ পূর্ব যাদবপুর থানায় ফোন আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিস। তাঁরা দিয়ে দেখেন, ফ্ল্যাটের দরজা বন্ধ। স্থানীয়দের উপস্থিতিতে পুলিসকর্মীরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ডাইনিং হল থেকে উদ্ধার হয় ৬৬ বছর বয়সি দুলালের দেহ। তাঁর স্ত্রী রেখার দেহ মেলে বেডরুম থেকে।
জানা গিয়েছে, ছেলে ও পুত্রবধূর সঙ্গে মুকুন্দপুরের এই ফ্ল্যাটে থাকতেন বৃদ্ধ দম্পতি। প্রতিবেশীদের দাবি, তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার সকালেও একই ঘটনা ঘটে। এর পরে ছেলে ও পুত্রবধূ কাজে বেরিয়ে যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।