• ও সোজা হয়ে দাঁড়াতে পারে না, নর্দমায় পড়ে যায়…. মদনকে তীব্র আক্রমণ দিলীপের
    হিন্দুস্তান টাইমস | ০২ এপ্রিল ২০২৫
  • রাম নবমীতে শুভেন্দু অধিকারীকে গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষের আক্রমণের মুখ্যে তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, দিলীপ ঘোষ অস্ত্র নিয়ে রাস্তায় নামবেই। দম থাকলে আটকাও।

    মঙ্গলবার মদন বলেন, ‘শুভেন্দু একটা নতুন হিন্দু ধর্ম করতে চাইছে। যেখানে লেখা হবে, বাপ চোর, ব্যাটা চোর, বিজেপির গুষ্টি চোর। শুভেন্দুই তো দেখলাম মুসলমানদের রমজানে কোথায় মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। দল যদি বলে আমি ওকে বাড়ি থেকে বেরোতে দেব না। ওকে শান্তিকুঞ্জতেই থাকতে হবে।’

    রামনবমীর আয়োজকদের মদনের হুঁশিয়ারি, ‘ওরা বলেছে ৪৩টা পয়েন্টে নাকা হবে। আর মানুষ আগের দিন থেকে ৪৩ হাজার পয়েন্ট ঘিরে রাখবে। আপনারা অশান্তি করে বিনা ধোলাই খেয়ে বাড়ি ফিরে যাবেন সেটা হবে না। তৃণমূল এখনও বেঁচে আছে।’

    মদনকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে? কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও। কে কাকে অনুমতি দেয়? তৃণমূল কি অনুমতি নেয়? দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে। আগামী দিনেও নামবে। দম থাকলে আটকাও। কিছু করার দম নেই। এসব ফুটানি খালি। মিডিয়াতে আসার জন্য। রাম নবমী উৎসব হবেই। আর কে কাকে ঘরে ঢোকাবে সে আমরা দেখব।’

    রাম নবমীকে কেন্দ্র করে তৃণমূল - বিজেপি বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। মুখে শান্তি রক্ষার কথা বললেও কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর তাতেই ছড়াচ্ছে উত্তেজনা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)