• গরমের উলটপুরাণ ২০২৫-এ! রাজ্যে আজ থেকেই হাওয়া বদল, স্বস্তির বৃষ্টি কোথায় কোথায়?
    ২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: লং টার্ম সামারের ফোরকাস্ট! কষ্টে কাটবে এপ্রিল, মে, জুন- টানা ৩ মাস। পূর্বাভাস নয়াদিল্লির মৌসম ভবনের। দেশে প্রায় ৯০ দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিচ্ছিন্ন দুই একটি উদাহরণ বাদ দিলে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে চলেছে। পূর্ব ভারতের বাংলা, বিহার, ওড়িশা এবার উষ্ণতর থাকতে চলেছে বলে পূর্বাভাস। সাধারণত গ্রীষ্মে তাপপ্রবাহের মেয়াদ একটানা ৪ থেকে ৭ দিন পর্যন্ত থাকার নজির রয়েছে। ২০২৫ সালে তাপপ্রবাহের মেয়াদ একটানা ৯ থেকে ১১ দিন পর্যন্ত থাকার আশঙ্কা। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত বা কালবৈশাখীর সম্ভবনা আছে। তবে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে এবারের মে এবং জুন মাস। ২০২৪ ছিল এল নিনো বছর। ফলে স্বভাবতই তা ছিল বেশ উষ্ণ। ২০২৫ অপেক্ষাকৃত শীতল হওয়ার কথা ছিল। কার্যক্ষেত্রে হতে চলেছে এর ঠিক উল্টোটা। 

    তবে আজ থেকে আংশিক হাওয়া বদল রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে কোনও কোনও জেলায় কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। রাতের তাপমাত্রা এই মুহূর্তে কোথাও কমছে না। শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। উত্তরের ৩ জেলায় খুব হালকা বৃষ্টিপাত। উত্তরের সমতলের এবং নিচের দিকের জেলায় গরম এবং অস্বস্তি। 

    দক্ষিণবঙ্গ

    আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা হালকা বৃষ্টি পেতে পারে। বৃহস্পতিবার বীরভূম বাদে পশ্চিমাঞ্চলের সব জেলায় বৃষ্টি। শুক্রবার দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় দমকা হাওয়ার পূর্বাভাস। শনি এবং রবিবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। 

    উত্তরবঙ্গ

    উত্তরের ৩ জেলায় আজ এবং কাল হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা বৃষ্টি পেতে পারে। উত্তরের বাকি জেলায় পারদ চড়বে। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাড়বে অস্বস্তি। 

    কলকাতা

    আজ ও কাল পরিষ্কার আকাশ। শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস। বিক্ষিপ্ত এবং আঞ্চলিকভাবে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। দিনের তাপমাত্রা আপাতত ৩৪ বা ৩৫-এর ঘরে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় ঘর্মাক্ত অস্বস্তি থাকবে। 

    পরিসংখ্যান

    কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি বেড়ে হয়েছিল ২৬.৬ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়নি।

  • Link to this news (২৪ ঘন্টা)