• ভিক্ষুকের কাছেই হাত পাতলেন যুবক! পালটা ধার না দেওয়ায় বেধড়ক মার...
    ২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৫
  • প্রসেনজিৎ সরদার: দরিদ্র ভিক্ষুকের কাছে টাকা ধার না পেয়ে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ এলাকায় এক যুবকের বিরুদ্ধে,জখম ২। তদন্তে পুলিস। দরিদ্র ভিক্ষুকের কাছে টাকা ধার চেয়েছিল প্রতিবেশী যুবক। টাকা ধার দেয়নি।টাকা ধার না দেওয়ায় বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত  জয়রাম খালি এলাকায়।ঘটনায় গুরুতর জখম হয়েছে মা ও ছেলে বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভিক্ষুক। তদন্ত শুরু করেছে পুলিস।

    স্থানীয় সুত্রে জানা গিয়েছে ,জয়রামখালি এলাকার বাসিন্দা   তাঞ্জিলা লস্কর ও ছেলে তাবাজুল লস্কর  কলকাতার পার্ক সার্কস এলাকায়  ভিক্ষা করে বাড়িতে ফেরার পর  অভিযোগ সেই সময় প্রতিবেশী যুবক কালো মাঝি তাঞ্জিলার কাছে টাকা ধার চায়। সে দিতে অস্বীকার করে। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।বেধড়ক মারধরের হাত থেকে মা কে উদ্ধার করতে এগিয়ে যায় ছেলে। অভিযোগ তাকে বেধড়ক মারধর করে। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। 

    রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে ঐ যুবক  কালো মাঝি পালিয়ে যায়।এরপর  প্রতিবেশীরা গুরুতর জখম মা ও ছেলে কে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাঞ্জিলা জানিয়েছে, ‘কালো মাঝি টাকা ধার চেয়েছিল। দিইনি বলে আমর ছেলে ও আমাকে বেধড়ক মারধর করে। ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।কালো মাঝির শাস্তি চাই। থানায় অভিযোগ জানিয়েছি। ’

  • Link to this news (২৪ ঘন্টা)