মুকুন্দপুর এলাকার বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
অর্ণব আইচ: শহরে ফের রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার সকালে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকার বাড়ি থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার হয়। খুন নাকি আত্মহত্যা? ঘটনায় ঘণীভূত রহস্য। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম দুলাল পাল। বয়স ৬৫ বছর। বৃদ্ধার নাম রেখা পাল। বয়স ৫৮ বছর। এদিন সকালে মুকুন্দপুরের বাড়ির ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায়। অন্যদিকে, স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। বাবা-মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির বিবাহিতা মেয়ে। তখনই বিষয়টি সামনে আসে। ঘটনার পর থেকে নিখোঁজ নিহত দম্পতির ছেলে ও পুত্রবধূ।
প্রশ্ন উঠছে, তাঁরা আত্মহত্যার কথা ভাবলে দেহ কেন আলাদা আলাদা ঘরে? তাহলে একজন আত্মহত্যা করেছেন দেখে অন্যজন নিজেকে শেষ করে দেন? সুইসাইড নোটটি বা কার লেখা? পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
দম্পতি পুত্রবধূ ও ছেলের সঙ্গেই মুকুন্দপুরের বাড়িতে থাকতেন। তাঁদের মেয়ের অভিযোগ, মা-বাবাকে খুন করেছে তাঁর ভাই সৌরভ পাল ও ভাইয়ের বউ কল্যাণী মণ্ডল। তাঁরা দম্পতির উপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ। সৌরভ পেশায় ফিজিওথেরাপিস্ট। তাঁর স্ত্রী কল্যাণী একটি বেসরকারী অফিসে কাজ করেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতেও বৃদ্ধ দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। প্রতিবেশীরা জানাচ্ছে, রাতে তারা বাড়ি থেকে চেঁচামেচির শব্দ পান।
তবে এদিন সকালে বাড়িতে কেউ ছিলেন না। প্রশ্ন উঠছে, কোথায় গেলেন ছেলে ও তাঁর স্ত্রী? তারা কি খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছেন? এখন পুরোটাই ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ছেলে-বউমার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।