নিরুফা খাতুন: চৈত্রের চাঁদিফাটা গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। ট্রেন, বাস, রাস্তায় গলদঘর্ম হাল। এই অবস্থায় স্বতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকে পরিবর্তন হবে দক্ষিণের আবহাওয়া। এদিন বৃষ্টিতে ভিজবে পশ্চিমের তিনজেলা। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রাম। বৃহস্পতিবারও উপকূলবর্তী ও পশ্চিমজেলাগুলিতে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গজুড়ে গরম ও অস্বতিজনক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতা। তবে বেলার বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়বে বলে পূর্বাভাস। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। রবি ও সোমবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে হাওয়ার বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি।
অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে। এই তিন জেলার সঙ্গে মালদহে বৃষ্টির সম্ভাবনা।