• দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ হয়ে খুন কামারহাটির তৃণমূল নেতা রেহান
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • দলীয় কার্যালয়ের সামনেই কামারহাটির তৃণমূল কর্মী রেহান খানকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ উঠল। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর এলাকায় খুন। সূত্র মারফত জানা গিয়েছে, রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন রেহান খান। অভিযোগ, সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। রেহান খানের দেহের উপরের অংশে ও ঘাড়ে গুলি লাগে বলে জানা গিয়েছে।

    অভিযোগ, গুলিবিদ্ধ অবস্থায় সারারাত রাস্তায় পড়েছিলেন রেহান খান। সকালে এলাকার বাসিন্দাদের নজরে আসে রেহান খানের গুলিবিদ্ধ দেহ। স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। এ ছাড়াও পুলিশের উচ্চতর আধিকারিকরাও সেখানে পৌঁছেছেন।

    কে বা কারা কামারহাটির তৃণমূল নেতাকে খুন করল সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চালাচ্ছে বেলঘড়িয়া থানা সহ ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট।

  • Link to this news (এই সময়)