গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের খুনের মামলায় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই খুনে CBI যে তদন্ত করছে, সেই মামলায় গুরুংকে যুক্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টর বিচারপতি শুভেন্দু সামন্ত। বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে, নির্দেশ দেয় হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বিমল গুরুং। বুধবার তাঁর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপি পিবি ভারালেন বেঞ্চ জানায়, শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। ফলে ধাক্কা খেলেন বিমল গুরুং।
এ দিনের শুনানিতে বিচারপতি বেলা ত্রিবেদীর পর্যবেক্ষণ, ‘আপনি তো এখন জামিনে আছেন। তাহলে চার্জ গঠন নিয়ে আপনার সমস্যা কোথায়?’