• উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে হুমকি ইমেল, পৌঁছল বম্ব স্কোয়াড-পুলিশ কুকুর
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে হুমকি ইমেল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বারাসত চাঁপাডালি সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, বুধবার দপ্তরে বোমা রাখা আছে বলে অজ্ঞাত পরিচয়ের ইমেল আইডি থেকে জেলাশাসকের কাছে ইমেল আসে। এর পরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জেলাশাসকের কার্যালয়। সেখানে থাকা বিভিন্ন অফিস কর্মীদের ঢোকার সময়েও চলে চেকিং। যদিও এ ব্যাপারে এখনও জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    খবর পেয়েই জেলা পুলিশের আধিকারিকরা পৌঁছন ডিএম অফিসে। পৌঁছয় ডগ স্কোয়াড-সহ বোম ডিসপোজ়াল টিম। শুরু হয় চিরুনি তল্লাশি। কোথাও কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তার পরীক্ষা চলে।

    প্রবেশ ও বেরোনোর পথেও সাধারণ মানুষ থেকে দপ্তরের কর্মী, সকলেরই চেকিং হয় মেটাল ডিটেক্টরে। খুলে দেখা হয় সঙ্গে থাকা ব্যাগ। বারাসত পুলিশ জেলার সুপার ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এ সংক্রান্ত একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

    মঙ্গলবারই কলকাতা জাদুঘরে বোমা রাখার হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ায়। সে সময়ে জাদুঘরে ৫০০-এর উপরে দর্শক ছিলেন। তড়িঘড়ি খালি করা হয় জাদুঘর। প্রত্যেকের কাগজপত্রের বৈধতা এবং ব্যাগ চেক করা হয়। ঘটনাস্থলে যায় লালবাজারের বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। বারাসতের হাই-সিকিউরিটি এলাকায় এ দিনের খবরে আতঙ্কের আবহ তৈরি হয়।

  • Link to this news (এই সময়)