• ইঁদুর মারতে সিমুইয়ে বিষ, তা খেয়ে চরম অবস্থা ৪ শিশুর
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • ইঁদুর মারতে সিমুইয়ে বিষ মাখিয়ে রেখেছিলেন। সেই সিমুই খেয়ে অসুস্থ চার শিশু। দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানা এলাকার মেহেরপুরের ঘটনা। এলাকার পাইক বাড়িতে ইঁদুরের বড্ড উৎপাত। সেই উপদ্রব থেকে বাঁচতে বাড়ির এক সদস্য সিমুইয়ের মধ্যে ইঁদুর মারার বিষ মাখিয়ে ঘরের বিভিন্ন জায়গায় দিয়ে রাখেন। এ দিকে ঘরে সিমুই পড়ে থাকতে দেখে তা তুলে খেয়ে নেয় ওই চার শিশু।

    স্থানীয় সূত্রে খবর, পাইক বাড়িতে ইঁদুরের বড্ড উৎপাত হয়েছে। তাই ইঁদুর মারার জন্য দোকান থেকে সিমুই কিনে এনে তা বিষ মাখিয়ে দিয়ে রেখেছিলেন বাড়িরই এক সদস্য। বুধবার সকালে সেই সিমুই পাইক পরিবারের দুই শিশু ও প্রতিবেশী হালদার পরিবারে দুই শিশু খায়।

    তা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে চার জন। তড়িঘড়ি করে তাদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই চার জনের বয়স পাঁচ থেকে আট বছরের মধ্যে। সকলেরই শারীরিক অবস্থা উদ্বেগজনক থাকায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে।

    অসুস্থ এক শিশুর আত্মীয় বিপ্লব মাজি বলেন, ‘সিমুইয়ের সঙ্গে বিষ মাখিয়ে ইঁদুরের জন্য রেখে দিয়েছিল। এ দিকে বিড়াল খাওয়ায় তা বাইরে ফেলে দেয়। একটা বাচ্চা কুড়িয়ে নিয়ে গিয়ে সেটা চার জন মিলে খেয়েছে। তার পরই এই অবস্থা।’ এলাকার লোকজনের বক্তব্য, এই সব ক্ষেত্রে আরও বেশি করে সতর্ক থাকা উচিত। এমন জায়গায় বিষ মাখানো খাবার রাখা উচিত ছিল, যার ধারে কাছে কোনও ভাবেই শিশুরা না যেতে পারে।

  • Link to this news (এই সময়)