নিম্ন আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিজেপি নেতা অর্জুন সিং। মিলল সাময়িক স্বস্তি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। তার আগে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের।
২৬ মার্চ জগদ্দলে বোমাবাজি, গুলিচালনার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, মেঘনা জুটমিলের মধ্যে এক শ্রমিককে অর্জুন সিংয়ের লোকজন মারধর করছে। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করতে মিলের গেটে গেলে তুমুল উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, সেই সময় অর্জুন সিং সদলবলে বাঁশ, লাঠি, বোমা-বন্দুক নিয়ে হামলা চালান। কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়। গুলিবিদ্ধ হন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের সঙ্গে থাকা মহম্মদ সাদ্দাম ওরফে মইনুদ্দিন।
সেই মামলায় ব্যারাকপুর কমিশনারেট তলব করেছিল অর্জুন সিংকে। তবে হাজিরা না দেওয়ায় অর্জুনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরই অর্জুন অভিযোগ তোলেন, বাড়িতে পুলিশ হেনস্থা করেছে তাঁকে। কলকাতা হাইকোর্টেও যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় অর্জুন সিংয়ের নামে। পরোয়ানা জারি করে ব্যারাকপুর এসিজেএম আদালত।
বুধবার অর্জুনের গ্রেপ্তারির সম্ভাবনা নিয়ে যখন জোর জল্পনা, তখনই সামনে এল হাইকোর্টের এই মন্তব্য সামনে এসেছে। এ নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, আইনের উপর তাঁর বিশ্বাস আছে।