• পোষ্যকে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ গড়াল থানায়
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • বাড়ির পোষ্যকে ঘিরে দুই প্রতিবেশীর বিবাদ গড়াল একেবারে থানা পর্যন্ত। ঘটনা বারুইপুর থানার হাড়াল এলাকার। সেখানে একটি পোষ্যকে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিস্তর গোলমাল বেধেছে। স্থানীয় তৃণমূল নেতা অর্জুন মন্ডলের ছেলে অমিত মন্ডলের বিরুদ্ধে জোর করে পোষ্য কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর প্রতিবেশী বাসিন্দা দেবাশিস মন্ডল। কী অভিযোগ তুলেছেন তিনি?

    বারুইপুর থানার হাড়াল এলাকার বাসিন্দা দেবাশিস মন্ডলের অভিযোগ, তিনি গত ১৯শে জানুয়ারি কলকাতার গালিফ স্ট্রিট থেকে ১৩,৫০০ টাকা দিয়ে একটি শিহ-তজু (Shih Tzu) প্রজাতির কুকুর কেনেন। কেনার সময় কুকুরটির বয়স ছিল মাত্র দুই মাস। কুকুরটি দেবাশিস মন্ডল ও তাঁর পরিবারের অত্যন্ত প্রিয় ছিল। সেই কুকুরটিকে জোর করে তাঁর বাড়ি থেকে নিয়ে গেছেন স্থানীয় তৃণমূল নেতার ছেলে অমিত মন্ডল। অভিযোগ, ২১শে মার্চ সন্ধ্যায়, স্থানীয় প্রতিবেশীদের সামনে অমিত লোকজন নিয়ে এসে দেবাশিস মন্ডলের বাড়িতে ঢুকে কুকুরটিকে জোর করে নিয়ে যান। সে সময় দেবাশিস বাড়িতে না থাকায় মহিলারা প্রতিরোধ করার সাহস পাননি।

    দেবাশিস মণ্ডল জানিয়েছেন, কুকুরটিকে ফেরত পাওয়ার আশায় তিনি ২৪শে মার্চ অমিত মন্ডলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে গিয়ে তিনি হেনস্থার শিকার হন। অমিত মন্ডল ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করে বাইক ভাঙচুর করেন। এ ঘটনার পর দেবাশিস বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও অমিত মন্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দেবাশিস মণ্ডল মিথ্যা অভিযোগ তুলেছেন, কুকুরটি তাঁদেরই।

    ইতিমধ্যেই, বিষয়টি নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েতে একটি বৈঠক হয়েছে। সেখানে ব্লক পশু চিকিৎসক কুকুরটির বয়স নির্ধারণ করে জানিয়েছেন, কুকুরটির বয়স ১৬ মাস। তাই দেবাশিসের দাবির সাথে কুকুটির বয়স মিলছে না বলে দাবি তাঁর। বারুইপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)