দহন-জ্বালা থেকে রেহাই, আজ থেকে একটানা স্বস্তির বৃষ্টি বাংলায়, কোন কোন জেলায় সতর্কতা?
আজকাল | ০২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতে বাংলার আবহাওয়ার বিরাট রূপবদল। তীব্র গরম থেকে মিলবে রেহাই। একটানা স্বস্তির বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। একাধিক জেলায় জারি সতর্কতাও। আজ থেকে কোন কোন জেলা ভিজবে?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ছ'দিনে তাপমাত্রার বিশেষ কোনও বদল হবে না। তবে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কয়েকটি জেলায় খানিকটা কমতে পারে।
আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় জারি রয়েছে সতর্কতা। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে অধিকাংশ জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকার পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।
অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার মালদহ সহ এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।