• বেলঘরিয়ায় শুটআউট, বাড়ির পাশে রাতভর পড়ে রইল তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ওই তৃণমূল নেতা। সারারাত বাড়ির পাশেই পড়েছিল তাঁর দেহ। সাতসকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম রোহন খান(৪০)। 

    আজ, গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীব নগর এলাকায়। বাড়ির পাশ থেকেই রোহনের দেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতেই তাঁকে কেউ বা কারা গুলি করে পালিয়ে যায়। আজ, বুধবার সকালে উঠে স্থানীয়রা দেখতে পান তাঁর দেহ‌।  তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বেলঘড়িয়ার যেখানে খুনের ঘটনাটি ঘটেছে, তার পাশেই পুলিশ থানা। রাতে পুলিশের টহলদারি, পুলিশ ভ্যান থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ডিসিপি। 

    এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে তারা। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (আজকাল)