আজকাল ওয়েবডেস্ক: রাস্তার উপরে পড়ে রয়েছে একটি বাক্স। যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। বাক্সের মধ্যে কী রয়েছে? তড়িঘড়ি স্থানীয়দের পক্ষ থেকে মালি পাঁচঘরা থানায় জানানো হয়। পুলিশ এসে বাক্স খুলতেই চোখ ছানাবড়া সকলের। এক শিশুর পচাগলা দেহ দেখতে পান সেই বাক্সের মধ্যে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে এলাকায় একটি বাক্স পড়েছিল। কিন্তু সেভাবে কেউ বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। এমন বাক্স তো রাস্তার ধারে প্রায়ই পড়ে থাকে। কিন্তু তা থেকে গন্ধ ছড়াতে থাকায় সন্দেহ জাগে। এরপর স্থানীয়দের পক্ষ থেকে মালি পাঁচঘরা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বাক্স খুলতেই, শিশুর পচাগলা দেহ দেখতে পায়।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, কে বা কারা দেহটি ফেলে গেল তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা বাক্সতে ভরে দেহটি ফেলে গেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির বয়স আনুমানিক সাত-আট মাস হবে। ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।