নকশালবাড়িতে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পলাতক অভিযুক্ত...
আজকাল | ০২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক মহিলাকে লক্ষ্য করে গুলি চলল শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়। বরাতজোড়ে প্রাণে বাঁচলেন আক্রান্ত মহিলা। মঙ্গলবার রাতে ঘটনাটি নকশালবাড়ির তোতারাম জোত এলাকায় ঘটে। এরপর থেকেই পলাতক মূল অভিযুক্ত। খোঁজ শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। কী কারণে এই গুলি চালানোর ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ তৌফিক। তোতারাম জোত এলাকারই বাসিন্দা ওই যুবক মঙ্গলবার রাতে স্থানীয় এক মহিলাকে তাক করে আচমকাই বন্দুক তুলে ধরে। বন্দুক দেখা মাত্রই ওই মহিলা ভয়ে রাস্তায় কাঁপতে শুরু করেন। এমন অবস্থায় অভিযুক্ত যুবকটি মাটিতে গুলি চালিয়ে দেয়। এরপরেই সে এলাকা থেকে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে আশেপাশের স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। ঘটনার সমস্ত বিবরণ শুনে স্থানীয়রা পুলিশের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ।
যদিও এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তৌফিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কোনও রকম আগ্নেয়াস্ত্র বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে কি না তারও খোঁজ নেয় পুলিশ। রাতের অন্ধকারে জনবসতি এলাকায় এক মহিলাকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের নজরদারি দাবি জানিয়েছেন। ঠিক কী কারণে এই গুলি চলল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।