• অতিরিক্ত জেলাশাসকের শোওয়ার ঘরে সাপের তাণ্ডব, খবর দেওয়া হল সর্প বিশারদকে ...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খোদ অতিরিক্ত জেলাশাসকের ঘরে সাপের তাণ্ডব। শোওয়ার ঘরের এসি মেশিনের ভিতর থেকে একের পর এক বেড়িয়ে আসছে সাপ। আতঙ্কে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ এই কর্তা। খবর দেওয়া হয় সর্প বিশারদকে। তিনি এসে সাপগুলি উদ্ধার করেন। চলতি সপ্তাহের সোমবার ৩১ মার্চ ঘটনাটি ঘটেছে মালদায়। 

    জানা গিয়েছে, জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের বাংলো ইংরেজবাজার শহরের মাধবনগরে। সোমবার রাতে তিনি যখন তাঁর ঘরের এসি মেসিন চালান তখনই এই ঘটনা ঘটে। অনিন্দ্য বলেন, 'গরম থেকে রেহাই পেতে সবে এসি মেসিনটা চালিয়েছিলাম। এরপরেই ঘটে বিপত্তি। কিলবিল করে বেরিয়ে আসতে থাকে একের পর এক সাপ। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কীভাবে এখানে এল কিছুই বুঝতে পারছি না। শেষপর্যন্ত বন দপ্তরের সহায়তায় এক সর্প বিশারদ এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপগুলি বিষাক্ত কিনা জানা নেই। তবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।' 

    অন্যদিকে, অতিরিক্ত জেলাশাসকের বাংলো থেকে সাপ উদ্ধার করার পর সর্প বিশারদ নিতাই হালদার বলেন, 'যে ঘরে সাপ ঢুকেছিল সেই ঘরের পিছনে জঙ্গল আছে। এসির পিছনের ফুটো দিয়ে ঢুকে সেখানে প্রজনন ঘটিয়েছে। তবে সাপগুলি বিষধর নয়।'
  • Link to this news (আজকাল)