বিকেলে উড়িয়ে দেওয়া হবে প্রশাসনিক ভবন, জেলাশাসকের অফিসে এল হুমকি মেল...
আজকাল | ০২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ভারতীয় জাদুঘরের পর উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তর। ফের এল হুমকি মেল। তাতে লেখা রয়েছে, বোমা মেরে গোটা প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। ঘটনার পর প্রশাসনিক ভবনের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
বুধবার সকাল ১১ টা নাগাদ জেলাশাসকের সরকারি মেলে কর্মীরা ওই হুমকি মেল দেখেন। তাতে লেখা রয়েছে, বিকাল সাড়ে চারটের সময় প্রশাসনিক ভবনে বিস্ফোরণ হবে। সেই মেল দেখার পরে জেলাশাসকের কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক ভবনের কর্মীদের হাড়ে কাঁপুনি ধরে গিয়েছে। প্রশাসনিক ভবন থেকে বিষয়টি বারাসতের পুলিশ সুপারকে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জেলার প্রশাসনিক ভবনে প্রবেশের ক্ষেত্রে চূড়ান্ত কড়াকড়ি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টানা চার দিন ছুটির পর বুধবার সরকারি অফিস খুলেছে। বিভিন্ন দপ্তরের মতো এদিন জেলাশাসকের দপ্তরের কর্মীরাও নির্দিষ্ট সময়ে অফিসে আসেন। তারপর অফিসিয়াল মেলে তারা দেখেন, বোমায় প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার হয়েছে। ওই মেলে লেখা রয়েছে, বিকাল সাড়ে চারটের সময় বারাসতে ডিএম অফিসে বিস্ফোরণ হবে।'
বারাসত পুলিস জেলার এক কর্তা বলেন, 'প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসার পর আমরা নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছি। যে ই-মেল থেকে এই হুমকি এসেছে, তার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।