• চোলাই মদ সহ আর্মেনিয়াম ঘাটের কাছ থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার ৪৮ লিটার মদ...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডস্ক: বিপুল পরিমাণ চোলাই মদ সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নর্থ পোর্ট থানা। সোমবার বিকেলে ওই ব্যক্তিকে বমাল গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাজ করা হচ্ছে।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুমন রজক। বয়স ২৯ বছর। তিনি স্ট্র্যান্ড রোডের বাসিন্দা। সোমবার বিকেল চারটে নাগাদ আর্মেনিয়াম ঘাট রোড সংলগ্ন এলাকায় সুমনকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪৮ লিটার চোলাই মদ। সেই মদেপর উৎস সম্পর্কে জিজ্ঞেস করা হল সঠিক উত্তর দিতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে আর কেউ জড়িত আছেন কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)