• সল্টলেকের অফিস পাড়ায় পরপর ৪ গাড়ির ধাক্কা, আহত কয়েকজন
    আজ তক | ০২ এপ্রিল ২০২৫
  • সল্টলেক সেক্টর ফাইভে পরপর চারটি গাড়ির ধাক্কা। বুধবার অফিস টাইমে দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর ফাইভের এভিরা মোড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ গাড়িগুলিকে আটক করেছে।

    বুধবার সকালে সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি বেপারোয়া গতিতে অন্য একটি গাড়িকে প্রথমে ধাক্কা মারে। এরপর একের পর গাড়ি তার সামনের গাড়িতে ধাক্কা মারে। এভাবে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মোট ৪টি গাড়ির চালক-সহ যাত্রীরা অল্প বিস্তর আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ। আসে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশও। গাড়িগুলিকে আটক করেছে পুলিশ। চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    গত মাসেই ভোররাতে বালির নিবেদিতা সেতুতে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। মালবাহী গাড়ির মাথা থেকে ছিটকে ৪০ ফুট নীচে পড়ে ৪ জনের মৃত্যু হয়। নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা ছোট গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করে হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। লালবাড়ির সামনে একটি টায়ার ফেটে গিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক। তাঁরা ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নীচের রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে হলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি।

    এর আগে দোলের দিন নদিয়া চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্য়ে ৪ জন মহিলা ও ১ জন শিশু। অন্তত ৮ জন আহত হন। শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে একটি চারচাকা গাড়ি পর পর তিনটে টোটোতে ধাক্কা দেয়। টোটোগুলি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। ৮ জন আহত হন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে কয়েক জনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
  • Link to this news (আজ তক)