শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আপনার জেলায় কবে ও কখন?
আজ তক | ০২ এপ্রিল ২০২৫
তীব্র গরমের মধ্যে আলিপুর আবহাওয়া অফিস থেকে সাময়িক স্বস্তির খবর এসেছে। আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে সহায়ক হতে পারে।
মূলত বুধবার বিকেল থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্র এবং শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
বৃষ্টিপাতের সম্ভাবনা ও তারিখ:
বুধবার, ২ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার, ৩ এপ্রিল: উপরোক্ত জেলাগুলির সাথে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার, ৪ এপ্রিল: দক্ষিণবঙ্গের প্রায় পনেরোটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, যা বৃষ্টিপাতের মূল কারণ হতে পারে। তবে, তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অনুভূতি বজায় থাকবে।
তাপপ্রবাহের সতর্কতা: মৌসম ভবন জানিয়েছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গোটা দেশে তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা বেশি। এছাড়া, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।