• ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ! নেপথ্যে ছেলে-বউমা? না অন্য কিছু...
    ২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: পূর্ব যাদবপুর থানা অঞ্চলে মুকুন্দুপুরের বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। দুলাল পাল এবং রেখা পালের দেহ উদ্ধার ঘরে রীতিমত চাঞ্চল্য এলাকায়। বাসিন্দা জানিয়েছে ফাস্ট ফ্লোরে ছেলে এবং ছেলের বউয়ের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা দম্পতি এবং ছেলের সঙ্গে সম্পর্ক ভালো না থাকার প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। গতকাল সকালেও ঝগড়া হয় এবং তারপরে ছেলে ছেলে বউ নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এক আবাসিক সন্দেহ হওয়া তারা পুলিসকে খবর দেয় এবং পুলিস এসে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ। পুর্ব যাদবপুর থানায় ফোনে একটি খবর আসে যে, মুকুন্দপুরের ৭/৮৪ নম্বর ভবনের প্রথম তলার একটি ফ্ল্যাটে বসবাসকারী এক বৃদ্ধ দম্পতি ফোনের উত্তর দিচ্ছেন না। ওই খবর পাওয়ার পর স্থানীয় পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দেখতে পায়, ফ্ল্যাটের কোলাপ্সের গেটটি বন্ধ ছিল। স্থানীয় এক বাসিন্দা, মধুমিতা পালের কাছ থেকে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতি, দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৮) তাদের ছেলে সৌরভ পাল ও পুত্রবধূ কাল্যাণী পাল-এর সঙ্গে থাকতেন। তবে তাঁদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এরপর, স্থানীয়দের উপস্থিতিতে গেটের তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করা হলে দেখা যায় যে, দুলাল পাল ডাইনিং রুমের সিলিং ফ্যান থেকে একটি সাদা কাপড়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন। 

    এবং রেখা পাল তাদের ঘরের সিলিং ফ্যান থেকে শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছেন। মৃতদেহগুলি দ্রুত এনআরএস হাসপাতালে পাঠানো হয়।  জানা গিয়েছে, ওই দম্পতি একটি শোবার ঘরে এবং তাদের ছেলে ও পুত্রবধূ অন্য একটি শোবার ঘরে থাকতেন। তবে বাবা-মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পয়লা এপ্রিলও সকালে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল, যার পর সৌরভ পাল ও কাল্যাণী পাল কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান।

  • Link to this news (২৪ ঘন্টা)