লাগাতার নাবালিকা মেয়েকে ধর্ষণ! গ্রেপ্তার ‘গুণধর’ সৎ বাবা
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: দিনের পর দিন বাবার লালসার শিকার নাবালিকা! কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। অবশেষে প্রকাশ্যে ন্যক্কারজনক ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাসনগরের বাসিন্দা ওই নাবালিকা। বছর চারেক আগে তার বাবা মারা যান। তারপর কৈলাসনগরের বাসিন্দা শম্ভু দাসের সঙ্গে বিয়ে হয় নাবালিকার মায়ের। সেই থেকেই মায়ের সঙ্গে দাস বাড়িতে থাকে নির্যাতিতা। এই সুযোগকেই কাজে লাগায় গুণধর। অভিযোগ, দিনের পর দিন সৎ মেয়েকে ধর্ষণ করে শম্ভু। কাউকে জানালে খুন করে দেবে বলে হুমকিও দেয় অভিযুক্ত। ভয়ে স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেনি নির্যাতিতা।
সূত্রের খবর, মঙ্গলবার ঘটনাচক্রে সন্দেহ হয় নাবালিকার মায়ের। তিনি মেয়েকে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। গোটা বিষয়টা জানায় সে। এরপরই মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হন গুণধরের স্ত্রী। ইতিমধ্যেই শম্ভুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা।