• ওষুুধের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল, ব্লকে-ব্লকে কর্মসূচি ঘোষণা মমতার
    প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বর্ধিত দাম প্রত্যাহারের আর্জিও জানালেন। পাশাপাশি প্রতিবাদী কর্মসূচিরও ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৪ এবং ৫ এপ্রিল ব্লকে-ব্লকে, ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত চলবে কর্মসূচি। মমতার কথায়, “এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।”

    সম্প্রতি ক্যানসার, হৃদরোগ-সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবে যার ফলে সমস্যায় পড়েছে আমজনতা। এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল। এ প্রসঙ্গে বুধবার নবান্ন থেকে মমতা জানান, ওষুধের দামবৃদ্ধি নিয়ে তিনি শঙ্কিত, দুঃখিত এবং চিন্তিত। তাঁর কথায়, “স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।”
  • Link to this news (প্রতিদিন)