চোদ্দ হাজার বুথে এই চক্রান্ত করেছে তৃণমূল, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
হিন্দুস্তান টাইমস | ০২ এপ্রিল ২০২৫
রাজ্যে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল। এই অভিযোগ তুলে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল ভারতীয় জনতা যুব মোর্চা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিসক্রিয়তা দেখানোর জন্য রাজ্যের কয়েকজন বিডিওকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভোটার লিস্ট সংশোধনের কাজ মূলত নভেম্বর ডিসেম্বরে হয়। এছাড়া সারা বছর অস্প স্বল্প কাজ চলতে থাকে। আইপ্যাককে সঙ্গে নিয়ে তৃণমূল চক্রান্ত করেছে। যা ২৭ ফেব্রুয়ারি ১০ - ১২ হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে। EROদের তিনি সরাসরি আক্রমণ করেছিলেন। তার পর ৭ লক্ষ নাম বাদ দেওয়ার আবেদন করেছে তোলামূলের রহিম শেখরা। এর ৬ লক্ষ ৯০ হাজারই হিন্দু ভোটার। মূলত নমঃশূদ্র মতুয়া ও বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু ও পশ্চিমবঙ্গে ১০০ বছরের বেশি সময় ধরে বসবাসকারী হিন্দিভাষীরা। ১৪ হাজার বুথকে টার্গেট করে এই খেলাটা খেলতে চেয়েছেন। যা হাতে নাতে ধরেছে বিজেপি।’
তিনি দাবি করেন, ‘যে কয়েকজন বিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর অতিসক্রিয়তা দেখিয়েছিলেন তাদের নির্বাচন কমিশন শো কজ করেছে। অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডির সেবা করতে গিয়ে ৩ জন জেলাশাসক সাসপেন্ড হয়েছেন। তাদের সাসপেনশন ওঠেনি। কেরিয়ার খতম। এখানে বিডিওদের দিয়ে শুরু হবে, আর পূর্ণেন্দু মাঝি, বিধান রায়, এই চটিচাটা জেলাশাসকদের কাছে গিয়ে শেষ হবে। এটাও আমি বলে দিলাম।’