• কাঁথির মিছিলে অনুমতি কোর্টের, 'তোমার বাড়ি আমার বাড়ি…' ডিপি বদল শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ০২ এপ্রিল ২০২৫
  • সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা। নানা বিষয়কে তিনি তুলে ধরেন সোশ্য়াল মিডিয়ায়। ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে নানা প্রাসঙ্গিক বিষয়কে তুলে ধরে তিনি। লাইক কমেন্ট কিছু কম পড়ে না। সেই সঙ্গেই রাজ্যের শাসকদলকে তুলোধোনা করতে তাঁর অন্য়তম হাতিয়ার হল এই সোস্য়াল মিডিয়া।

    এতদিন ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর প্রোফাইলে তাঁর ছবি থাকত। এবার দেখা যাচ্ছে সেই প্রোফাইলে কালো ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি। কার্যত মনে করা হচ্ছে মালদার মোথাবাড়িতে অশান্তির পরিপ্রেক্ষিতে তিনি এভাবে ডিপি বদল করেছেন। ফেসবুক, এক্স হ্যান্ডেল দুটি ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডিপি বদল করা হয়েছে।

    এদিকে আগামী ৬ এপ্রিল রামনবমী। তার আগে সুর চড়তে শুরু করেছে। তবে সকলেই চাইছেন রামনবমীতে যাতে কোনও অশান্তি না হয়। বিভিন্ন মহলের তরফে এনিয়ে আবেদন করা হয়েছে। এদিকে রামনবমীর মিছিলকে সফল করতে সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। একেবারে দেড় কোটি মানুষ সেদিন রাস্তায় নামবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

    এসবের মধ্যেই রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মালদার মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে কাঁথিতে কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু সেখানে সময়সীমা বেঁধে দিয়েছিল পুলিশ। তাতে কিছুটা আপত্তি ছিল বিজেপির। এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপরই কাঁথির কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

    সেক্ষেত্রে কাঁথিতে মিছিল করার ক্ষেত্রে আরও কোনও বাধা রইল না শুভেন্দু অধিকারীদের। একের পর এক মিছিল। একের পর এক কর্মসূচি।

    বুধবারও কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল বের করেছিল বিজেপির যুব মোর্চা। মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিল হয়। ভূতুড়ে ভোটার তালিকার বিরুদ্ধে এদিন মিছিল বের হয়। এদিকে নির্বাচন কমিশনের দফতরে দ্বারস্থ হন বিজেপির প্রতিনিধিদল।

    এদিকে সেই মিছিল থেকে রীতিমতো হুঙ্কার দেন শুভেন্দু। তিনি রামনবমীর মিছিলের কথা উল্লেখ করে বলেন, শক্তি দেখাবেন তো। শান্তিপূর্ণভাবে দেখাবেন। এক কোটি বলেছিলাম। এবার বলছি দেড় কোটি।কেউ বাড়িতে থাকবেন না। হিন্দু শক্তি দেখাবে। স্বামী বিবেকানন্দর মাটিতে শক্তি দেখাবে। রামকৃষ্ণদেবের মাটিতে শক্তি দেখাবে। এই লড়াই আমরা জিতব। এই লড়াই আমরা জিতব।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)