তবে কি রামনবমীতে অস্ত্রমিছিলের অনুমতি দেবে রাজ্য সরকার? বুধবার নবান্নে একসাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৈরি হল ধোঁয়াশা। মঙ্গলবারই কলকাতার নগরপাল মনোজ ভার্মা স্পষ্ট করেছিলেন, কলকাতায় রামনবমীর মিছিলে অস্ত্র হাতে হাঁটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। বুধবার মমতা বলেন, ‘পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চই করতে পারবেন।’
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জুমলা পার্টিকে বলব, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজো করি। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করে। পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চই করতে পারবেন। পুলিশের বিধিনিষেধ মেনে। অন্য জায়গায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়।’
একই সঙ্গে রামনবমীর মিছিলে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন মমতা। তিনি বলেন, ‘রামনবমীতে আমাদেরও অনেকে মিছিল করেন। আমার তাতে আপত্তি নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে হোক।’