ভাটপাড়ায় গুলিচালনার ঘটনায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার কলকাতা হাইকোর্ট ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হয়েছে। শুনানির পর নতুন নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।
এদিন অর্জুনের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় রাজ্য সরকার অর্জুন সিংকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। অর্জুন সিং একজন প্রাক্তন জনপ্রতিনিধি। তাঁর পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তার পরও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এব্যাপারে আদালত অর্জুন সিংকে রক্ষাকবচ দিক।’
অর্জুনের আইনজীবীর আবেদন শুনে বিচারপতি সেনগুপ্ত মৌখিকভাবে জানান, বৃহস্পতিবার পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই মামলায় কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে।
বলে রাখি, ভাটপাড়ার মেঘনা মিলের সামনে গুলিচালনার ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। সেই মামলায় মঙ্গলবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর আদালত।
অর্জুন সিংয়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে শাসকদল তৃণমূল। পালটা স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, যে যুবক গুলিবিদ্ধ হয়েছেন তিনি জানিয়েছেন গুলি চালিয়েছেন অর্জুন সিং।