• দুপুরেই আঁধার নামল কলকাতা হাইকোর্টে, এজলাসে মোবাইলের আলো জ্বাললেন আইনজীবীরা
    হিন্দুস্তান টাইমস | ০২ এপ্রিল ২০২৫
  • আঁধার নেমে এল কলকাতা হাইকোর্টে। আচমকাই অন্ধকার হয়ে যায় এজলাস। এদিকে এভাবে আচমকা এভাবে অন্ধকার নেমে আসায় হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা শোরগোল পড়ে। আসলে আচমকা লোডশেডিং হয়ে গিয়েছিল। তার জেরেই অন্ধকার নেমে আসে। লিফট, এক্সেলেটর সব ঝপাঝপ বন্ধ হয়ে যায়। গোটা হাইকোর্টের বিভিন্ন ঘরে তখন অন্ধকার। একাধিক এজলাসে কাজ বন্ধ হয়ে যায়। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই জানা গিয়েছে।

    দুপুর ১২টা ৪৯ মিনিট নাগাদ লোডশেডিং হয়ে যায় বলে খবর। আচমকাই লোডশেডিং। আর তার জেরে একাধিক এজলাস অন্ধকার হয়ে যায়। এমনকী সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা চলছিল। আচমকাই সেখানে অন্ধকার নেমে আসে। তবে সেখানে উপস্থিত আইনজীবীরা দ্রুত তাঁদের মোবাইলের আলো জ্বালিয়ে ফেলেন। এরপর সেই আলোতেই কাজকর্ম চলতে থাকে।

    বুধবার একেবারে গোটা হাইকোর্ট জুড়ে লোডশেডিং হয়ে গিয়েছিল। ঘরের ভেতরে সাধারণত দিনের বেলাতেও আলো জ্বেলেই কাজকর্ম করা হয়। সেক্ষেত্রে আচমকাই অন্ধকার নেমে আসায় কাজকর্মের ক্ষেত্রে সমস্যা দেখা যায়।

    একদিকে বাইরে প্রবল রোদের তাপ। প্রচন্ড গরম। আর তার মাঝেই এই লোডশেডিং। তার জেরে সমস্যায় পড়ে যান আইনজীবীরা, আদালতে আসা মানুষজন। তবে কিছুক্ষণের মধ্য়েই অবশ্য় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)