• ২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম-রায়দান বৃহস্পতিবার, যোগ্য-অযোগ্য আলাদা করা যাবে?
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দান বৃহস্পতিবার। রায় দেবে সুপ্রিম কোর্ট। রায়দান হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে।

    গত বছর এপ্রিল মাসে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বাস্তবায়ন মানে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া।

    হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও যান দেশের সর্বোচ্চ আদালতে। গত ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয়। দীর্ঘ শুনানি শেষ আগামিকাল রায়দান। সকাল সাড়ে ১০টায় রায়দান হওয়ার কথা।

    এই মামলায় মূলত প্রশ্নের মুখে পড়েছে ওএমআর-এর গ্রহণযোগ্যতা, মূল্যায়ণকারী সংস্থার ভূমিকা। সুপ্রিম কোর্ট বার বারই জানতে চেয়েছে, আদৌ কি যোগ্য-অযোগ্যদের পৃথক করা সম্ভব? এর নির্দিষ্ট কোনও সূত্র মেলেনি বলেই খবর। এই আবহে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট নাকি যোগ্য-অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়, সেটাই দেখার। উল্লেখ্য, চাকরিরত সকলেই চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপেক্ষায় রয়েছেন আদালতের রায় শোনার জন্য। সব পক্ষই মানছেন, ‘একটা অংশ রয়েছেন, যাঁরা যোগ্য।’ ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)