ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ বৃহস্পতিবার। সেই উপলক্ষে অতিরিক্ত মেট্রো চালানো হবে। বুধবারই তা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সিএবি ও কলকাতা নাইট রাইডার্সের তরফে স্পোর্টস মার্কেটিং সংস্থা অতিরিক্ত মেট্রোর আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই ব্লু লাইন ও গ্রিন লাইনে (২) অতিরিক্ত মেট্রো চলবে। খোলা থাকবে মেট্রোর টিকিট কাউন্টারও।
৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। এই ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত আইপিএলের দ্বিতীয় ম্যাচ। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচের দিনও অতিরিক্ত মেট্রো চালানো হয়। ম্যাচ ফিরতি সমর্থকদের বাড়ি ফেরার জন্য বিশেষ উদ্যোগ নেয় কলকাতা মেট্রো। তবে সেই অতিরিক্ত মেট্রোর জন্য অতিরিক্ত ১০ টাকা দিতে হয়। এ বারও অতিরিক্ত টাকা দিয়েই কাটতে হবে টিকিট।