বাজি বিস্ফোরণে মৃত্যুমিছিল, ঢোলাহাট কাণ্ডের দেড় দিন পর গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দ্রকান্ত
আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাজি বিস্ফোরণ প্রাণ কেড়েছে আটজনের। এবার ভয়ঙ্কর বিস্ফোরণের দেড় দিন পর অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক। মঙ্গলবার রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পর্যন্ত তার ভাই তুষার বণিক পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে চন্দ্রকান্তকে আটক করা হয়েছিল। টানা জেরার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বুধবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। চন্দ্রকান্তের ভাই তুষারের খোঁজে তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাটের বাসিন্দা চন্দ্রকান্তের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। বাজির স্তূপে প্রথমে আগুন লাগে। সেখানে ছিল একাধিক গ্যাস সিলিন্ডার। এরপর পরপর বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। সেই সময়েই বাড়িতে ছিলেন সকল সদস্য। শিশুরাও ঘরে শুয়েছিল। বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে সেই রাতেই সাতজনের মৃত্যু হয়। পরদিন ভোরে আরও একজন প্রাণ হারান হাসপাতালে। মৃতদের মধ্যে চারজন শিশু। বিস্ফোরণের পরেই দুই ভাই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গতকাল ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, 'বাজির ওই গুদামে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। এই বাজি যারা প্রস্তুত করত তাদের বৈধ লাইসেন্স ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত থেকে স্থানীয়ভাবে কোনও লাইসেন্স দিয়েছিল কিনা সে বিষয়টিও দেখা হবে’।