• বয়ফ্রেন্ডের কোলে অচৈতন্য 'নাবালিকা', গাল থেকে ঝরছে রক্ত, শিলিগুড়িতে দেহ উদ্ধারে নতুন তথ্য...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
  • শান্তনু সরকার: মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যা সংলগ্ন জ্যোতির্ময় কলোনী এলাকা থেকে এক নাবালিকার (১৪) দেহ উদ্ধার হয়। মৃত নাবালিকা শান্তিপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। 

    স্থানীয়দের দাবি, ওই নাবালিকার দেহ তার 'বয়ফ্রেন্ড'-এর বাড়ি থেকেই বের করা হয়েছিল। সেই সময় তার বয়ফ্রেন্ড ছিল মত্ত অবস্থায় এবং গাল থেকে রক্ত ঝরছিল। অন্যদিকে, কোলে অচৈতন্য নাবালিকা। স্থানীয়রা জিজ্ঞাসা করলে বয়ফ্রেন্ড তাদের এড়িয়ে চলে  যায়। পরবর্তী সময়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে নাবালিকাকে পরীক্ষা করে চিকিৎসক জানান, অনেকক্ষণ আগেই নাবালিকার মৃত্যু হয়েছে। 

    মঙ্গলবার গভীর রাতে এই বিষয়ে এনজেপি থানায় মৃতার পরিবারের তরফে খুনের লিখিত অভিযোগ জানানো হয়। মৃতার মা বলেন, 'তিনি তাঁর মেয়ের মৃত্যুর জন্য দোষীদের ফাঁসি চান।' 

    অন্যদিকে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নাবালিকার বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার ও তাঁর এক বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। ঘটনা সম্পর্কে পুলিশ এখনও সরকারিভাবে কিছু জানায়নি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই সামনে আসবে।
  • Link to this news (আজকাল)